এবার সিলেটে বিপিএল মিউজিক ফেস্ট, মঞ্চ মাতাবেন কারা?

2 weeks ago 15
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ (বিপিএল) ২০২৪-এর অন্যতম আকর্ষণীয় মুহূর্ত আসছে সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। ঢাকার পর এবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই সঙ্গীত উৎসব, যেখানে পারফর্ম করবেন দেশের বিখ্যাত রক সংগীত শিল্পী জেমস এবং আসিফ আকবর। ঢাকায় বিপিএল মিউজিক ফেস্টের প্রথম আয়োজনে পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। তবে সিলেটে অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খান থাকছেন না। তার পরিবর্তে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি জেমস এবং গায়ক আসিফ আকবর। তাদের সঙ্গে পারফর্ম করবেন মুজা, সঞ্জয় এবং তোশিবা। সিলেটের স্টেডিয়ামে ২৫ ডিসেম্বর এই কনসার্ট অনুষ্ঠিত হবে, যা দেখতে আসতে পারবেন স্থানীয় এবং দেশি-বিদেশি দর্শকরা। মিউজিক ফেস্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাবে। গ্যালারিতে বসে কনসার্ট উপভোগ করতে খরচ হবে সর্বনিম্ন ৫০০ টাকা। সিলভার ক্যাটাগরিতে বসে টিকিট মূল্য ১ হাজার ৫০০ টাকা, আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ৪ হাজার টাকা। টিকিট সংগ্রহের জন্য ভক্তরা সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে সরাসরি বা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথ থেকে কিনতে পারবেন। এছাড়াও, অনলাইনে টিকিফাইয়ে টিকিট পাওয়া যাবে। এদিন স্টেডিয়ামে প্রবেশ শুরু হবে দুপুর আড়াইটা থেকে, এবং দর্শকরা বিকেল ৫টার মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। বিপিএল মিউজিক ফেস্টের এই কনসার্টের মাধ্যমে সিলেটেও বিপিএল উৎসবের আমেজ পৌঁছাবে।
Read Entire Article