এবার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

2 months ago 6

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তংচংগ্যা (১৯) নামের এক রাখাইন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে সীমান্তের ৩৫ নম্বর পিলারের কাছে চাকমার কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মিডাক গ্রামের বাসিন্দা তংচংগ্যা চিকিৎসার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সীমান্ত অতিক্রমের সময় সে মাটিতে পুঁতে রাখা একটি স্থলমাইনে পা দিলে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, আহত যুবক মিয়ানমারের নাগরিক। চিকিৎসার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাইন বিস্ফোরণে সে আহত হয়েছে।

জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতা রোধে সীমান্ত অঞ্চলে ব্যাপকভাবে স্থলমাইন পুঁতে রাখা হচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকায় প্রায়ই মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। 

এর আগে গত রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম নামে এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

Read Entire Article