বাংলাদেশ ফুটবল লিগে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আবাহনীর দুর্দশা কাটছেই না। পরপর দুই ম্যাচে সমর্থকদের হতাশ করেছে জনপ্রিয় ক্লাব দুটি। চ্যাম্পিয়ন মোহামেডান লিগ শুরু করেছিল ফর্টিস এফসির কাছে হেরে। আবাহনীকে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। দ্বিতীয় ম্যাচে দুই দলের ফলাফল হয়েছে উল্টো। এবার হেরে গেছে আবাহনী ও ড্র করেছে মোহামেডান।
২২ দিন বিরতির পর রোববার আবার মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ। গাজীপুরে মোহামেডান এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে পুলিশ এফসির বিপক্ষে এবং কুমিল্লায় আবাহনী ২-১ গোলে হেরে গেছে ব্রাদার্সের কাছে।
গাজীপুরে ১৯ মিনিটে মোহাম্মদ রহিম উদ্দিনের গোলে লিড নিয়েছিল মোহামেডান। গোলটি ধরে রাখতে পারেনি আলফাজ আহমেদের দল। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৪ মিনিট পর পুলিশকে ম্যাচে ফেরান শেখ বাবলু।
কুমিল্লায় আবাহনীর বিপক্ষে এক পর্যায় ২-০ গোলে এগিয়েছিল ব্রাদার্স। চতুর্থ মিনিটে জামাল ভূঁইয়ার পাস থেকে নেপালের অঞ্জন বিস্তা গোল করে লিড এনে দেন ব্রাদার্সকে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্সের লিড দ্বিগুণ করেন মার্কোস। পেনাল্টি থেকে গোলটি করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইনজুরি সময়ে আবাহনীর হারের ব্যবধান কমিয়ে ২-১ করেছেন সোলেমান দিয়াবাতে।
মালির এই ফরোয়ার্ড লম্বা সময় মোহামেডানে কাটিয়ে আবাহনীতে নাম লিখিয়েছেন। আকাশি-নীল জার্সিতে দিয়াবাতের প্রথম গোল অবশ্য দলের হার এড়াতে পারেনি। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে।
দুই ম্যাচ শেষে চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রহমতগঞ্জ ও পুলিশ। মোহামেডান ও আবাহনীর দুই দলেরই পয়েন্ট ১ করে।
আরআই/আইএইচএস/