শিক্ষকদের দাবি না মানলে হাসিনার চেয়েও পরিণতি খারাপ হবে

2 hours ago 2

বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবিকে ন্যায্য উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ডাকসুর ভিপি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। অবিলম্বে তাদের সব দাবি পূরণ করতে হবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছিল; তার চেয়েও খারাপ পরিণতি হবে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাদিক কায়েম এসব কথা বলেন।

শিবিরের এ নেতা বলেন, এখানে যারা (শিক্ষক) দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন, তাদের দাবিটা কী? দাবিটা তো খুব সামান্য। তাদের বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এটা কী খুব বেশি? নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে দাবি পূরণ করা হচ্ছে না?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডাকসুর ভিপি বলেন, বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা ফিরিয়ে আনুন। সেখান থেকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা করেন।

এএএইচ/একিউএফ/জিকেএস

Read Entire Article