এবার ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

4 weeks ago 12

রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসির মাসুদ (২২) নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে।

তিনি বলেন, পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন।

ফাইয়াজ জানান, নিহত মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তার দুই বন্ধু অমিত সাহা ও মেহেদী হাসান একই বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হয়। পরে একজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূইয়াবাড়ি ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) ও শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

Read Entire Article