এবারের জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মুছার নির্বাচন

2 months ago 4

আগামীর জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মুছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।

রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন কর্মবিরতি দিয়েছিল পুলিশ। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে দূর করতে হবে। আগের যে কোনো সময়ের থেকে বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস

Read Entire Article