এমএইচআর এডুকেশনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠিত

7 hours ago 8

উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হলো ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫’। উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান এমএইচআর এডুকেশনের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) গুলশান-বাড্ডা লিংক রোডের ট্রপিকাল মানকো টাওয়ারে এ সংবর্ধান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটিএস ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার আনোয়ার নাসের (বাংলাদেশ), এআইইউবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সিনিয়র সহকারী অধ্যাপক এইচএম আতিফ ওয়াফিক।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাদের মেধা বিকাশ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এমএইচআর এডুকেশনের এই উদ্যোগ প্রশংসনীয়।

তারা আরও উল্লেখ করেন, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থেকে এমএইচআর এডুকেশন দীর্ঘদিন ধরে সফলভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা শতাধিক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদপত্র ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
 

Read Entire Article