বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বেশ লম্বা সময় লাল-সবুজ জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন তারা। ক্যারিয়ারের সেরা সময়ে তাদের বন্ধুত্বও ছিল চোখে পড়ার মতো। তবে এখন দিন বদলেছে। সেই তামিম-সাকিবের বন্ধুত্ব আর নেই। তবে আগের মতো ঘনিষ্ঠ না হলেও সম্পর্ক অতটাও খারাপ নয় বলে মন্তব্য করেছেন তামিম।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম কথা বলেন তার সঙ্গে সাকিবের সম্পর্ক নিয়ে। জানান, সম্প্রতিই ফোনে কথা হয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে। বাইরে থেকে মানুষজন তাদের সম্পর্ক যতটা খারাপ ভাবে, বাস্তবে সম্পর্ক অতটা খারাপ নয় বলেও জানান তামিম।
বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আমার সাথে সাকিবের কথা হয়েছে। যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন কথা হয়েছে। বাইরে থেকে মনে হয় যে অমুকের সাথে তমুকের সম্পর্ক খুব খারাপ। বাস্তবে ওরকম কিছু না। এটা বলতে পারি, যত ক্লোজ আমরা ছিলাম ততটা নেই। তবে এরকম কোনো সম্পর্ক না, একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব, এ রকম না।’
শুধু তামিমের সঙ্গে নয়। সাকিবের কথা হয়েছে তামিমের স্ত্রী সঙ্গেও। একই সঙ্গে বাঁহাতি ওপেনার এটিও জানিয়ে রাখলেন, সাকিবের বিপদে অবশ্যই তিনি এগিয়ে যাবেন।
তামিম বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম তার পরিবার এসেছে আমাকে দেখতে। আমার স্ত্রীর সঙ্গে তার (সাকিবের) কথা হয়েছে। যদি এ রকম কোনো কিছু হয়, আমি চাই না হোক তবে যদি হয় তাহলে আমি আগে যাবো। কোনো কাজে যদি আমার দরকার হয়, ওই সম্পর্কটা আছে যে ওর সঙ্গে যোগাযোগ করতে পারি। তার যদি দরকার হয়, সেও আমাকে পাবে।’