বাগদান সম্পন্নের পর হান্নান মাসউদকে নিয়ে পোস্ট ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

2 hours ago 2

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবনের নতুন এই অধ্যায় শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। খবর প্রকাশের পর থেকেই তার বাগদত্তা জেদনীকে নিয়ে আলোচনা শুরু হয়। তার আইডি থেকে হান্নান মাসউদকে কটাক্ষ করে দেওয়া পোস্টের স্ক্রিনশট বেশ ভাইরাল হতে শুরু করে। ‘শ্যামলী সুলতানা জেদনী ২ মাস আগে হান্নান মাসউদকে ভিক্ষুকের বাচ্চা বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং এরপর জেদ থেকেই হান্নান মাসউদ সেই মেয়েকে জোরপূর্বক বিয়ে করছেন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তবে দাবিটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক সাইট রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদকে উদ্দেশ্য করে ‘ভিক্ষুকের বাচ্চা’ বলে কোনো পোস্ট দেননি বরং, গত ১১ জুনে হান্নান মাসউদকে নিয়ে করা ভিন্ন এক পোস্টের ক্যাপশন বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ জুনে হান্নান মাসউদকে উদ্ধৃত করে দেওয়া একটি পোস্ট খোঁজে পাওয়া যায়। ওই পোস্টে সংযুক্ত ছবি, পোস্টের তারিখ এবং অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে থাকা ছবির হুবহু মিল রয়েছে। তবে, এই পোস্টটির ক্যাপশনের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটে থাকা পোস্টের ক্যাপশনের কোনো মিল নেই।

এ ছাড়া শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত ক্যাপশনের কোনো পোস্ট খোঁজে পাওয়া যায়নি। যা থেকে নিশ্চিত হওয়া যায়, জেদনীর এই পোস্টটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

মূল পোস্টের ক্যাপশনে, শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, ‘হান্নান মাসউদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন, গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, মশকরা করছেন। অথচ আপনাদের উচিত ছিল, যাদের কারণে গুলিবিদ্ধ হইছে তাদের উৎখাত করার বন্দোবস্ত করা।’ 

অর্থাৎ, হান্নান মাসউদকে কটাক্ষ করে শ্যামলী সুলতানা জেদনী ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি। তার নাম দাবি করে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।

Read Entire Article