অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। তিনি জানান, ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এরই মধ্যে ফারিয়া-তানজিমের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। বন্ধু-বান্ধব ছাড়াও অভিনেত্রীর বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছে ড্রিম উইভার।
চলুন, দেখে নিই ফারিয়া-তানজিমের বিয়ের ১৫টি সেরা ছবি—
ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
ফারিয়ার ভাষায়, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন।
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর পা রাখেন ছোট পর্দায়। ২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।
ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে তাদের।
ফারিয়া ১৯৯০ সালের ৬ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চাঁদপুরে।
শবনমের বাবা পেশায় একজন ডাক্তার এবং মা গৃহিণী।