দুর্গাপূজায় সর্বত্র নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি : আজাদ

2 hours ago 4

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজা চলাকালীন সময়ে সর্বত্র নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য পাশে থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টংগীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ বলেন, ধর্মীয় আচার পালনের অধিকার সব ধর্মেরই সমান। ফ্যাসিস্ট হাসিনা ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য তার শাসন আমলে অনেক অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশি-বিদেশি বিশেষ মহলকে খুশি করার জন্য রাতের আঁধারে হিন্দুদের পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুর করেছিল। যা ছিল ধর্মীয় নীতি নৈতিকতার বহির্ভূত। বিএনপি ধর্মীয় মূল্যবোধের একটি দল বলেই বিএনপির কাছে সকল ধর্মই নিরাপদ। 
 
এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ টংগিবাড়ি উপজেলার ৫২টি শারদীয় দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। 

টংগিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ভিপি আব্দুল হাই, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বাবু রঞ্জিত দেবনাথ, বাবু বিমল চন্দ্র দাস, টংগিবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কেশব দেবনাথ, সাধারণ সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, টংগিবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু গণেশ দেবনাথ।

Read Entire Article