এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

3 months ago 11

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী অব্যাহত থাকতে পারে ২২ জুন (রোববার) পর্যন্ত। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে। ২২ জুনের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

আরও পড়ুন

তিনি বলেন, ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে।

এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমকেআর/এমএস

Read Entire Article