এমবাপে-বেলিংহামের গোলে জিতে বার্সার ঘাড়ে নিশ্বাস রিয়ালের

1 month ago 27

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠ থেকে হেরে ফেরার পর লা লিগায় নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপের গোলে গেটাফের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। ১৪ ম্যাচে তাদের এখন ৩৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি (৩৪ পয়েন্ট) বার্সার।

ম্যাচের আধ ঘণ্টার মাথায় এগিয়ে যায় রিয়াল। অ্যান্তোনিও রুদিগারকে বক্সের মধ্যে টেনে ফেলে দিয়েছিলেন গেটাফের অ্যালান নিয়ম। তাতে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন বেলিংহাম।

আট মিনিট পর দ্বিতীয় গোলটিও সেট করে দেন ইংলিশ মিডফিল্ডার। তার থ্রো বল ধরে বক্সের বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

গেটাফের দুর্ভাগ্য। দুইবার তাদের প্রচেষ্টা বাধা পড়ে পোস্টে। ৫৬ মিনিটে বক্সে স্প্যানিশ ফরোয়ার্ড কার্লেস পেরেসের একজনকে কাটিয়ে নেওয়া শট পোস্টে বাধা পায়। ৮৪তম মিনিটে মিডফিল্ডার জন প্যাট্রিকের জোরাল শট ক্রসবার হয়ে পোস্টে লাগে।

এর আগে ৭৭তম মিনিটে অসাধারণ এক সেভ করেন গেটাফে গোলরক্ষক। বক্সের মধ্যে থেকে এমবাপের বুলেট গতির শট ঝাঁপিয়ে আটকান ডেভিড সোরিয়া। যোগ করা সময়ে ফের সুযোগ তৈরি করেছিলেন এমবাপে, এবার তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।

এমএমআর/এমআইএইচএস

Read Entire Article