এমবাপের হাফঞ্চুরিতে ‘প্লে-অফ’ জিতলো রিয়াল

2 weeks ago 17

ম্যাচের আগেই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘এই ম্যাচ আমাদের জিততেই হবে। তিন পয়েন্ট আমাদের লাগবেই।’

আনচেলত্তির কথাতেই বোঝা যায়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচটি ছিল অঘোষিত প্লে-অফ। কারণ, টানা দুই হারে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৩৬ দলের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদেরকে সেরা ২৪ দলের মধ্যে থাকতে হবে। ম্যাচের আগে ২৪তম দল হিসেবেই টেবিলে ছিল তারা। আটালান্টার বিপক্ষে হারলে হয়তো টেবিলের আরও অনেক নিচে চলে যেতো রিয়াল।

অবশেষে অঘোষিত প্লে-অফকে থ্রিলার বানিয়ে জিতেছে রিয়াল। টেবিলের অনেকটা ওপরের দিকে থাকা আটালান্টাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আনচেলত্তির দল। একই রাতে জ্বলে উঠেছেন ‘বিএমডি ত্রিফলা’ খ্যাত জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। তাতেই যথেষ্ঠ হয়েছে রিয়ালের জন্য।

শুরুটা করেন এমবাপে। ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্ট থেকে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি তারকার এটি ৫০তম গোল। এমবাপের অন্যরকম হাফসেঞ্চুরিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

এমএইচ/এএসএম

Read Entire Article