এলএনজি উৎপাদন দ্বিগুণের পরিকল্পনা কানাডার

23 hours ago 4
অর্থনীতি চাঙা করতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, জ্বালানি খাতে নতুন বিনিয়োগ ও দ্রুত অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে কানাডা আবারও শক্ত অর্থনীতির পথে ফিরবে। এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার কার্নি প্রধান জাতীয় প্রকল্পগুলোর প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হলো ব্রিটিশ কলাম্বিয়ায় একটি এলএনজি প্ল্যান্টের সম্প্রসারণ। পাশাপাশি খনিজ উত্তোলন, পরমাণু শক্তি ও বন্দর উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। কার্নি বলেন, অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে এবং প্রবৃদ্ধি ব্যাহত করেছে। তাই নতুন গঠিত “মেজর প্রজেক্টস অফিস” দ্রুত প্রকল্প অনুমোদন, অর্থায়ন সহজীকরণ এবং বিনিয়োগ সুরক্ষায় কাজ করবে। তিনি আরও জানান, এলএনজি উৎপাদন দ্বিগুণ করার পাশাপাশি আর্কটিক অঞ্চলে সর্ব-মৌসুমি বন্দর অবকাঠামো প্রকল্পকেও অগ্রাধিকার দেওয়া হবে। কারণ ওই অঞ্চলে রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পদ প্রতিযোগিতা বাড়ছে। মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্নি সতর্ক করে আসছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি কানাডার অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করছে। অটো, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের ফলে কর্মসংস্থান কমেছে এবং বেকারত্বের হার আগস্টে বেড়ে ৭ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। কার্নি বলেন, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা আর ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করতে পারে না। এলএনজি উৎপাদন বাড়িয়ে আমরা শুধু জ্বালানি নিরাপত্তা নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিরও নতুন দিগন্ত খুলব।
Read Entire Article