এলসি খোলায় জটিলতাকে ব্যবসা বড় বাঁধা মনে করেন ৪০ শতাংশ উদ্যোক্তা

2 weeks ago 16

পণ্য আমদানি-রপ্তানির জন্য ব্যবসায়ীরা লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যা ব্যবসায় বড় বাঁধা বলে মনে করছেন ৪০ শতাংশ উদ্যোক্তা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) চার দিনব্যাপী অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪এর দ্বিতীয় দিনে গবেষকরা এ তথ্য তুলে ধরেন।

সাপ্লাই চেইন ডাইনামিকস ফর সাসটেইনেবল আরএমজি গ্রোথ ইন বাংলাদেশ শীর্ষক গবেষণায় এ ফলাফল উঠে এসেছে।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বিআইডিএস এলডিসি-পরবর্তী বাংলাদেশে পোশাক খাতে দক্ষ এবং সাশ্রয়ী সাপ্লাই চেইনের জন্য বাধা অন্বেষণ এবং সমাধান চিহ্নিত করতে এ দেশের ৬৩টি মাঝারি ও বড় কারখানার ওপর ওই জরিপ পরিচালনা করে।

এছাড়া ১৬ শতাংশ উদ্যোক্তা পোশাক খাতে বিল পেতে দেরি এবং ১৩ শতাংশ মনে করেন এ দেশে ব্যাংকের উচ্চ সুদের হার ব্যবসার জন্য বড় বাঁধা।

পাশাপাশি ৩ শতাংশ করে উদ্যোক্তা ডলার সংকট ও ব্যাংকের অনলাইন লেনদেনে জটিলতাকে দায়ী করেছেন।

এদিকে এ পরিস্থিতি থেকে উত্তরণে ৪৬ শতাংশ উদ্যোক্তা ব্যাংকের সুদের হার কমাতে বলেছেন। ২২ শতাংশ টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) সহজীকরণের সুপারিশ করেছেন।

এছাড়া ডলারের সহজলভ্যতা, সব ব্যাংকের একই এলসি চার্জের কথা বলেছেন ৬ শতাংশ করে ব্যবসায়ী।

পাশাপাশি কর কমানো, সব সেবার ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির ব্যবহারের কথা বলেছেন যথাক্রমে ৩ ও ২ শতাংশ উদ্যোক্তারা।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article