এলাচেই লুকিয়ে আছে ১০ রোগের সহজ সমাধান

1 hour ago 3

রান্নাঘরের ছোট্ট এক মসলা এলাচ, যেটা অনেক সময় আমরা শুধু স্বাদ বা গন্ধের জন্য ব্যবহার করি— আসলে সেটিই শরীরের অনেক সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান দিতে পারে।

এই ছোট্ট মসলার মধ্যে লুকিয়ে আছে অনেক বড় বড় গুণ! অনেকে এলাচ মুখশুদ্ধি হিসেবে খান, আবার কেউ কেউ এর তীব্র গন্ধ পছন্দ করেন না। কিন্তু জানলে অবাক হবেন— খালি পেটে প্রতিদিন মাত্র একটি এলাচ খেলেই মিলতে পারে শরীরের অনেক উপকার।

আরও পড়ুন : বয়স ৩০ পেরোলেই নারীদের যেসব টেস্ট করানো দরকার

আরও পড়ুন : ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন

চলুন জেনে নিই, কেন এলাচকে বলা হয় ‘মসলার মধ্যে ওষুধ’!

১. হজম ও অ্যাসিডিটির সমস্যা দূর করে

বুক জ্বালা, গ্যাস্ট্রিক, বমি ভাব বা হজমে সমস্যা হলে এলাচ খেলে দ্রুত আরাম মেলে। এটি বিপাকক্রিয়া (মেটাবলিজম) ঠিক রাখে এবং হজমে সহায়তা করে।

২. ত্বক রাখে উজ্জ্বল ও টানটান

এলাচ শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে। সকালে খালি পেটে এলাচ ভেজানো পানি খেলে ত্বক পরিষ্কার হয়, বলিরেখা কমে এবং বয়সের ছাপ কম দেখা যায়।

৩. শ্বাসকষ্ট ও কাশিতে উপকারী

মধু, লেবুর রস ও গরম পানিতে একটি এলাচ মিশিয়ে পান করলে শ্বাসকষ্ট, হুপিং কাশি বা ফুসফুসের সংক্রমণ থেকে উপশম পাওয়া যায়।

৪. হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে

এলাচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখে। এছাড়া এটি রক্ত চলাচল ভালো রাখে ও রক্তের ঘনত্ব ঠিক রাখতে সাহায্য করে।

৫. মুখের দুর্গন্ধ দূর করে

দাঁত ও মাড়ির সমস্যা, ইনফেকশন কিংবা মুখের দুর্গন্ধের জন্য একটুকরো এলাচ চিবানো বেশ কার্যকর। এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং শ্বাসে ফ্রেশ ঘ্রাণ এনে দেয়।

৬. ক্যানসার প্রতিরোধে সহায়ক

গবেষণায় দেখা গেছে, এলাচ ক্যানসারের কোষ গঠনে বাধা দেয়। তাই এটি নিয়মিত খেলে শরীর আরও ভালোভাবে রোগ প্রতিরোধ করতে পারে।

৭. পেশির টান বা ব্যথা উপশম করে

হঠাৎ ভারী কিছু তুললে বা ঘুমের পর শরীরে টান ধরলে, গরম পানিতে এলাচ ফুটিয়ে খেলে আরাম মেলে।

৮. মাথাব্যথা ও স্ট্রেস কমায়

চা পাতা, এলাচ গুঁড়া ও মধু দিয়ে গরম পানিতে ফুটিয়ে বানানো ‘এলাচ চা’ মাথাব্যথা ও মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর।

৯. ঠান্ডা-কাশিতেও উপকার

এলাচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা সর্দি-কাশির মতো সাধারণ সমস্যা সহজেই কমিয়ে দিতে পারে। বিশেষ করে বদলানো আবহাওয়ায় এটি খুবই উপকারী।

১০. মানসিক প্রশান্তি দেয়

এলাচের সুগন্ধ মাথাকে শান্ত করে। এটি নার্ভ রিল্যাক্স করে, মন ভালো রাখে এবং হালকা অবসাদ থেকেও মুক্তি দেয়।

কিভাবে খাওয়া ভালো?

- সকালে খালি পেটে ১টি এলাচ চিবিয়ে খান

- রাতে ১টি এলাচ পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন

- চাইলে এলাচ দিয়ে চা বানিয়ে পান করতে পারেন

আরও পড়ুন : ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে খাবারের ৭ সহজ অভ্যাস

আরও পড়ুন : এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

ছোট দেখতে হলেও এলাচের উপকারিতা কিন্তু অনেক বড়! ঘরে সহজেই পাওয়া যায় এমন এই মসলাটিকে খাবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রোজকার স্বাস্থ্যচর্চায় ব্যবহার করুন।

সূত্র : ইটিং ওয়েল 

Read Entire Article