যার হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল তীর ধনুকের খেলা আরচারি, সেই কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এখন বসলেন এশিয়ার সবচেয়ে বড় আসনে।
তিনি নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান আরচারির কংগ্রেস ও নির্বাচন।
সভাপতি পদে চপলের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার থমাস হান। তাকে ২৯-৯ ভোটে পরাজিত করেছেন চপল।
রাজীব উদ্দীন আহমেদ চপল বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন।
আরআই/আইএইচএস/

16 hours ago
4








English (US) ·