মালয়েশিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

2 hours ago 4

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুয়ালালামপুরের জি-টাওয়ার বলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। সভা পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন ও প্রচার সম্পাদক বশির আলম।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রেরণা। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের আদর্শে অবিচল রয়েছেন। তিনি ডিজিটাল সদস্যপদ নিবন্ধন প্রক্রিয়া সরাসরি দেখিয়ে দেন।

প্রবাস থেকে সংগঠিত রাজনৈতিক অংশগ্রহণের বার্তা।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিত সদস্যপদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দলের ডিজিটাল রূপান্তর প্রবাসীদের সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।

মালয়েশিয়া বিএনপির নীতিনির্ধারকরা জানান, নতুন সদস্যদের তথ্য অনলাইন সার্ভারে যুক্ত করা হবে, যা লন্ডনের কেন্দ্রীয় অফিসের সঙ্গে সমন্বিত থাকবে। এর ফলে প্রতিটি প্রবাসী সদস্য বিএনপির বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে পারবেন। তারা আরও জানান, মাসব্যাপী সদস্যপদ নিবন্ধন কর্মসূচি প্রতিটি রাজ্য শাখায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি দাতো আব্দু জলিল লিটন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সদস্য জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক একেএম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবদলের দপ্তর সম্পাদক মো. বাদল কারার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুবদল নেতা বাবু সরকার, মীর্জা, বুকিত বিনতাং শাখা সভাপতি আনোয়ার হোসেন সেলিম, ক্লাং শাখা সভাপতি মো. জাকির, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সোহেল আজাদ, ছাত্রনেতা আদিত আঞ্জুম, জাসাস মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

এমএমকে/এএসএম

Read Entire Article