এশিয়া কাপ জিতলেও ট্রফি হাতে নেবে না ভারত, নেপথ্যে যে কারণ

7 hours ago 2
হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের কড়া পদক্ষেপের পর চুপ করে বসে নেই ভারতও। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না মহসিন নাকভির হাত থেকে। নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। সেই কারণেই ভারত চ্যাম্পিয়ন হলেও তার হাত থেকে যাদব ট্রফি নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু চ্যাম্পিয়ন হলেই নয় ফাইনালে উঠলেও ভারতীয় দল পুরস্কার বিতরণের মঞ্চে উঠবে না। ফাইনালে হেরে গিয়ে রানার্সআপ হলে হয়তো সেই ট্রফি নাকভি দেবেন না। কিন্তু যেহেতু তিনি মঞ্চে থাকবেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘যদি ভারত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ওঠে, তা হলে ভারতীয় ক্রিকেটাররা নাকভির সঙ্গে পুরস্কার মঞ্চে থাকবেন না। এসিসি প্রধান হিসেবে নাকভিরই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা।’ এদিকে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। পিসিবি স্পষ্ট করে জানিয়েছে—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে ইউএই ম্যাচেও তারা মাঠে নামবে না। ভারতের বিপক্ষে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর সূত্রপাতের পর থেকেই পাইক্রফটকে দায়ী করছে পাকিস্তান। তাদের অভিযোগ, পুরো পরিস্থিতি তিনি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের এমন কঠিন অবস্থানের পর কিছুটা নমনীয় হয় আইসিসি। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচে অফিসিয়ালের ভূমিকায় আর দেখা যাবে না অ্যান্ডি পাইক্রফটকে। জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে পাকিস্তানের ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হবে, এমন তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও সুপার।
Read Entire Article