এশিয়া কাপে চরম নাটকীয়তা শেষে অবশেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা। শ্রীলঙ্কার জয়ে ভর করে লিটন দাসের দল জায়গা করে নিয়েছে সেরা চারে। এবার সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা— ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই।
‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী— ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে।
শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের পরবর্তী রাউন্ড। এরপর তিন দিন বিরতি দিয়ে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে অবাক করার বিষয় হলো, সেই ম্যাচ শেষ করার পরদিনই (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। অদ্ভুত বিষয় হচ্ছে শুধু বাংলাদেশকেই খেলতে হবে পরপর দুই দিন। সুপার ফোরের বাকি তিন দলের কারও ক্ষেত্রেই এমনটি ঘটেনি।
বাংলাদেশ যেখানে টানা দুই দিনে দুই ম্যাচ খেলবে সেখানে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর তাদের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ, দুই দিনের বিরতি পাচ্ছে তারা।
২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে এক দিনের বিরতি পাবে ভারত। তাদের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভ্রমণঝক্কিও পোহাতে হবে না তাদের। একই সঙ্গে একই ভেন্যুতে খেলা হওয়ায় উইকেটের আচরণ নিয়েও বেশি চিন্তা করতে হবে না টুর্নামেন্টের হট ফেভারিটদের।