নাটকীয়ভাবে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পাওয়ার একদিন পরই বাংলাদেশ পেয়ে গেছে ম্যাচের সূচি। মঙ্গলবার এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করেছে।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকিতে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। 'এ' গ্রুপের চার দল ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে। পরের দিন বাংলাদেশ মাঠে নামবে চাইনিজ তাইপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১ সেপ্টেম্বর।
গত এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ হারিয়েছিল। সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে এশিয়ার সর্বোচ্চ আসরে খেলার সুযোগ নষ্ট করেছিল তারা।
তবে কোয়ালিফাই না করেও বাংলাদেশ খেলবে আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকিতে। পাকিস্তান নাম প্রত্যাহার করায় ৮ দলের এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এশিয়ান কাপ বিশ্বকাপ হকিরও বাছাই পর্ব। আগামী বছর আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সুযোগ পাবে এশিয়ান কাপের শীর্ষ ৬ দল।
আরআই/এমএমআর/জেআইএম