বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটির প্রথম সভা হয়েছিল গত ৯ নভেম্বর। ওই সভাতেই বাফুফে ১১টি স্ট্যান্ডিং কমিটি ও ১২টি অ্যাডহক কমিটির প্রধানের নাম ঠিক করেছিল। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি ছাড়া অন্য কোনো কমিটি চূড়ান্ত রূপ পেয়েছে কিনা তা জানা যায়নি।
আগামী বছর মার্চে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট এশিয়ান কাপ বাছাই। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে রাখা কিংবা না রাখা নিয়ে সিদ্ধান্ত ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির রোডম্যাপ ঠিক করার দায়িত্ব ন্যাশনাল টিমস কমিটির। সেই কমিটিই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ করা হয়নি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের হাতেই রেখেছেন তিনটি গুরুত্বপূর্ণ কমিটি। ইমার্জেন্সি কমিটি, ফাইন্যান্স কমিটির মতো ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান স্বয়ং বাফুফে সভাপতি। সোমবার তিনি নিজেই বলেছেন, এখনো ন্যাশনাল টিমস কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন হয়নি।
তাবিথ আউয়াল বলেন, ‘কমিটি এখনো পূর্ণাঙ্গ করিনি। খুব শীঘ্রই করতে যাচ্ছি। কমিটি গঠন করে সভার পর সব সিদ্ধান্ত নেবো। এ মুহূর্তে আমি বলতে পারি, ২৫ মার্চ আমাদের প্রথম ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের। খেলা হবে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এই বাছাই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ন্যাশনাল টিমস কমিটি পরিকল্পনা তৈরি করবে। ম্যাচের আগ পর্যন্ত আমাদের পরিকল্পনাটা কেমন থাকবে সেটা আমরা আপনাদের জানিয়ে দেবো।’
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। এক বছরের বেশি সময় ধরে চলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক বাছাইয়ের এই খেলা।
আগামী বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। শেষ হবে ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশের অন্য চার ম্যাচ হবে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে, ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ও ১৯ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে।
বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে ২৪ দেশ, ৬ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে ১৮ দেশ। তাদের সঙ্গে যোগ দেবে বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকে ৬টি দল।
আরআই/এমএইচ/এমএস