এস আলম রিফাইন্ড সুগারের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক

2 days ago 12

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।

সোমবার (৩০ ডিসেম্বর) এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানায় জনতা ব্যাংক কর্তৃপক্ষ।

জানা যায়, ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেশন শাখায় প্রতিষ্ঠানটির কাছে পাওনা এক হাজার ৭৭৭ কোটি টাকা। বকেয়া আদায়ে দুই হাজার ৯৭১ শতাংশ জমি নিলাম করছে ব্যাংকটি।  

ব্যাংকিং আইন অনুসারে, প্রথমে জমি নিলামে তোলা হবে। এতে টাকা আদায় না হলে অন্য প্রক্রিয়ায় এই টাকা আদায় করা হবে।

এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছিল।  

এএএম/কেএসআর

Read Entire Article