এস কে সিনহাকে দেশে ফেরানোর দাবি ব্যারিস্টার খোকনের

2 weeks ago 6

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

এসময় ব্যারিস্টার খোকন মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার কারণে দেশত্যাগে বাধ্য হওয়া বিচারক (জেলা জজ) মোতাহার হোসেনকেও দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন

মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত।

একই সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর দাবি জানান তিনি।

অন্যদিকে, মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার দাবিও জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি।

এফএইচ/এমকেআর/জেআইএম

Read Entire Article