২ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ, বাড়তে পারে শীত

3 hours ago 5

আটদিন পর দেশে ফিরছে শৈত্যপ্রবাহ। রোববার পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি আজ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুইদিন তাপমাত্রা কমতে হতে পারে। আগামীকালও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এই সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা বাড়তে পারে।

রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। কুড়িগ্রামের রাজারহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমআরএম

Read Entire Article