রানের বিপিএলে ঘরের মাঠে যেমন দাপট দেখানোর কথা, আজ রোববার সেটি দেখাতে পারেনি চিটাগং কিংস। ফরচুন বরিশাল স্বাগতিকদের বেঁধে ফেলেছে মাত্র ১২১ রানে। এই রান তুলতে চিটাগংকে হারাতে হয়েছে ৮ উইকেট। জিততে হলে বরিশালকে করতে হবে ১২২ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং। মাত্র ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
টপঅর্ডারদের মধ্যে উসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেটে দাঁড়াতেই পারেনি পারভেজ হোসেন ইমন (৩ বলে ১), গ্রাহাম ক্লার্ক (৪ বলে ৮), হায়দার আলী (৩ বলে ১) ও শামীম হোসেন (৬ বলে ৫)।
উসমান ১৩ বলে ১৯ ও মিঠুন ৩৪ বলে ৩৫ রান করেন। নিচের দিকে আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান করে মান বাঁচাতে অবদান রাখেন।
বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল।
এমএইচ/জিকেএস