এসএমই খাতের উন্নয়নে ১১৮ সুপারিশ

3 weeks ago 18

সরকারি ক্রয়ে এসএমই উদ্যোক্তাদের জন্য কোটা বাধ্যতামূলক করা, ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা, নিয়মিত বাজেট বরাদ্দসহ দেশের এসএমই খাতের উন্নয়নে ১১৮টি সুপারিশ তুলে ধরেছেন উদ্যোক্তা প্রতিনিধি ও বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় এসএমই নীতি প্রণয়ন: স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য এসএমইকে ক্ষমতায়ন করা’ শীর্ষক একটি পরামর্শ সভায় বক্তারা এসব সুপারিশ তুলে ধরেন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার, ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার পরামর্শ সভার প্রতিনিধিদের এসএমই খাতের উন্নয়নে নতুন এসএমই নীতিমালা তৈরিতে সরকার ও বেসরকারি খাতের করণীয় এবং তা বাস্তবায়নের সুপারিশ তুলে ধরার আহ্বান জানান।

নতুন এসএমই নীতিমালা তৈরিতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় তারা আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য সরকারের সব সেবা এক দপ্তরের অধীনে এনে ‘ওয়ান স্টপ সেবা’ চালু করা জরুরি। এসএমই পণ্য উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও ক্রেডিট গ্যারান্টি স্কিম নিশ্চিত করা প্রয়োজন।

সরকারি ক্রয়ে এসএমই উদ্যোক্তাদের জন্য কোটা বাধ্যতামূলক করা, ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা, নিয়মিত বাজেট বরাদ্দসহ দেশের এসএমই খাতের উন্নয়নে

জেলাভিত্তিক এসএমই পণ্যের ব্র্যান্ডিং-এর লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এসএমই উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে জেলাভিত্তিক আলাদা শিল্প পার্ক ও পণ্য বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার।

এসএমইবান্ধব সাব-কন্ট্রাক্টিং বিধিমালা হালনাগাদ ও বাস্তবায়ন নিশ্চিতকরণ, পাবলিক প্রকিউরমেন্ট (ইজিপি)-তে নারী-উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো, এসএমইদের সক্ষমতা উন্নয়নে আধুনিক, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির প্রসার ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধি বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন।

এছাড়া বাৎসরিক ভিত্তিতে জিডিপিতে এসএমই খাতের অবদান নিরুপণ, নিয়মিত এসএমই পরিসংখ্যান ও প্রধান প্রধান এসএমই সূচক প্রকাশ করারও সুপারিশ করা হয় পরামর্শ সভায়।

বলা হয়, এসএমইদের জন্য তুলনামূলকভাবে বৈধ ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাজ যেমন: ব্যবসা নিবন্ধন, লাইসেন্স প্রক্রিয়া ও ক্লিয়ারেন্স শর্তাদি সহজ ও নমনীয় করা জরুরি। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের প্রতিনিধি, এসএমই উদ্যোক্তা, চেম্বার, অ্যাসোসিয়েশন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, পলিসি বিশ্লেষক, অর্থনীতিবিদরা অংশগ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন এসএমই নীতিমালা তৈরির লক্ষ্যে এরই মধ্যে দেশের প্রায় ১০০টি এসএমই উদ্যোক্তা চেম্বার, অ্যাসোসিয়েশন, এসএমই ক্লাস্টার, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের কাছ সুপারিশ গ্রহণ করেছে এসএমই ফাউন্ডেশন।

এসআরএস/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article