রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন হোসেন (৩৮) মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণ ঘটে।
এতে তুহিনসহ পরিবারের চারজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন- তুহিনের স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, তুহিন হোসেন আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৪৭ শতাংশ দগ্ধ ছিল।
তিনি বলেন, এ ঘটনায় তুহিনের স্ত্রী ইভা আক্তারের ১৫ শতাংশ ও তাদের দুই সন্তান তানভীরের ৪০ শতাংশ ও তাওহীদের শরীরের ৮ শতাংশ দগ্ধ রয়েছে। তানভীরের অবস্থা আশঙ্কাজনক।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস