এসেছিলেন দুদকের গণশুনানিতে, বের হতেই গ্রেফতার চেয়ারম্যান

4 hours ago 4

পাবনায় দুদকের গণশুনানিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার হয়েছেন সুলতান মাহমুদ খান নামের এক ইউপি সদস্য।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

গ্রেফতার সুলতান মাহমুদ সদর উপজেলার আলোচিত ইউনিয়ন ভাঁড়ারার চেয়ারম্যান।

ওসি জানান, এজাহারভুক্ত না হলেও শুরু থেকেই ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ছিল। পুলিশ অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।

আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগ এনে বিস্ফোরক আইনে করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এরআগে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির ভিআইপি অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে আসেন ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ। সেখানে একজন সেবাগ্রহীতা ইউপি সচিব সেলিমের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ ইস্যুতে হয়রানির অভিযোগ করেন। এ বিষয়ে জবাব দিতে গণশুনানিতে সচিবকে তলব করে দুদক। সেখানে চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও সচিবের সঙ্গে শুনানিতে অংশ নেন। জবাব শেষে শিল্পকলা একাডেমি থেকে বের হতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

আলমগীর হোসাইন/এসআর/জিকেএস

Read Entire Article