ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল

11 hours ago 7

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সবাইকে নিয়েই আমি কাজ করব।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ উল্লাসে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, আমরা যারা বিএনপি করি, আমাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ থাকবে না। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। আমরা সবাই বিএনপির কর্মী। প্রতিটি গ্রামে-গঞ্জে পাড়া-মহল্লায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে। জনগনের ভোটে বিএনপিকে জয়ী করে এ আসনটি দলকে উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে যোগ্য প্রার্থী ভেবে মনোনয়ন দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে।

জালাল উদ্দিন বলেন, বিএনপি জয়লাভ করলে মতলবের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি। বিএনপি কর্তৃক ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জানাচ্ছি। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এ সময় বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির।

Read Entire Article