বিএনপির কেউ বিদ্রোহী হলে ছাড় নেই : মিফতাহ সিদ্দিকী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠোর অবস্থান নিয়েছে এবং সে অনুযায়ী নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্তদের বিরুদ্ধে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে দাঁড়ালে তার বিরুদ্ধে দলগতভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।
বুধবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ সহসাংগঠনিক সম্পাদক বলেন, যারা স্বতন্ত্র বা বিদ্রোহী হওয়ার ইচ্ছা পোষণ করছেন, তাদের বিরুদ্ধে আমাদের নির্দেশনা কঠোর। যদি কেউ মনে করেন দলের চেয়ে তিনি বড়, তাহলে তিনি যতই মর্যাদাপূর্ণ ব্যক্তি হোন, দলের নিয়মে ঝরে পড়বেন। দল তাকে কখনো ছাড় দেবে না। তাকে দলীয় শাস্তি ভোগ করতে হবে এবং বহিষ্কার করা হবে।
মিফতাহ সিদ্দিকী আরও বলেন, নিজেকে বড় ভাবার কোনো কারণ নেই। আমি যতক্ষণ পর্যন্ত দলের আইন ও প্রথা মানি, ততক্ষণ দলের সিদ্ধান্ত মেনে চলব, না হলে ঝরে পড়তে হবে।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
দলের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা নীতিগত এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় নেতারা। তারা বলছেন, অতীতে বিদ্রোহী প্রার্থীর কারণে বিভ্রান্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী ফলকে দুর্বল করে। এ সতর্কবার্তা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন তারা।
আরও পড়ুন : তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে মোস্তফার নিয়োগ অনুমোদন
তবে, অনেকেই মনে করেন মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, তৃণমূলের নেতাকর্মীদের মতামত গ্রহণ ও আলোচনার সুযোগ না দিলে বিদ্রোহী প্রার্থী হওয়ার মানসিকতা জন্ম নেবে। সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা কাজে আসবে না।
বিএনপির একাধিক সিনিয়র বলেছেন, সম্প্রীতি বজায় রাখতে হলে সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

4 hours ago
8









English (US) ·