ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দল এখন শোকের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোককে শক্তিতে রূপান্তর করেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। রোববার (৪ জানুয়ারি) উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল অটুট রেখে ঘরে ঘরে গিয়ে বিএনপির আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজে

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দল এখন শোকের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোককে শক্তিতে রূপান্তর করেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (৪ জানুয়ারি) উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল অটুট রেখে ঘরে ঘরে গিয়ে বিএনপির আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশোক মৃধা, সন্তোষ বাড়ৈই, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা বাবুল সিকদারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow