‘ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন?’

2 months ago 10

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন? তবে তিনি কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন তা উল্লেখ করেননি। 

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, পদত্যাগ করার পরেই জনগণ ক্ষমার চিন্তা করবে। দেশের ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন? 

তিনি লেখেন, গণঅভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারকে মাইনাস করে মাস্টারমাইন্ড ও উপদেষ্টা হওয়ার মধ্যেই যে সকল সুখ থাকে না, তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে তুমি পুরোপুরি ধ্বংস করেছ। তুমি নাকি মানুষকে দেশ চালাতে ও রাজনীতি করতে দিবা না! তোমার অহংকার, ঔদ্ধত্য শুধু তোমাকে নয়, তোমাদের ফাঁদে যারা পড়েছে, তাদের অবস্থাও তোমার মতো হবে। 

রাশেদ আরও লেখেন, একটা গণঅভ্যুত্থানের পরে দেশের জনগণকে ঐক্যবদ্ধ না রেখে অনৈক্য ও নৈরাজ্য সৃষ্টি করে ভেবেছিলে একলাই হিরো হবা, আজীবন দেশের ক্ষমতা ধরে রাখবা। কিন্তু এই দেশের জনগণ যেমন মাথায় তুলে নাচতে জানে, তেমনি ধপাস করে ফেলতেও জানে।

Read Entire Article