ওয়াটার হিটার থেকে আগুন, মুহূর্তেই নিঃস্ব ৬ পরিবার 

1 month ago 17

ওয়াটার হিটারে পানি গরম করার সময়ে তা বিদ্যুতায়িত হয়ে আগুন লেগে যায় ঘরে। এতে ৬টি পরিবারের স্বপ্ন মুহূর্তেই নিঃস্ব হয়ে যায়। এসময় আগুন দ্রুত গতি ছড়িয়ে পড়ায় মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঘরে ওয়াটার হিটারের সাহায্যে পানি গরম করাতে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহিণী। কিন্তু ওয়াটার হিটারের মাধ্যমে পানি গরম দেওয়ার বিষয়টি ওই গৃহিণী ভুলে যান। এদিকে পানি শুকিয়ে গিয়ে তীব্র গরমে তা বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় ঘরে। কিছু বোঝার আগেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। 

যার কারণে ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় ৬টি পরিবার। আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ মূল্যবান নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি টিম। তখন প্রায় সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শফিক উল্লাহ বলেন, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। ঘরে আসবাবপত্র ও নথিপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সীতাকুন্ডু ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির জেলা-উপজেলার নেতারা।

Read Entire Article