ওরা আমার জন্য অপেক্ষা করে

1 month ago 10

আমার বিড়াল আমার সন্তান। তাদের সন্তানের মতোই লালনপালন করি। আমি চার বছর ধরে বিড়াল পালি। একটা সময় এমন ছিল, আমি বিড়াল অনেক ভয় পেতাম। তাদের কারণেই আজ আমি সেই ভয়কে জয় করা শিখেছি। বেলা, টুনি, চার্লি, ইরা—এ চারজন আমার সন্তান। দিনশেষে বাসায় গেলে ওরা আমার জন্য অপেক্ষা করে। ওদের মায়া চেহারা আমাকে মানসিক শান্তি দেয়। বিড়াল অন্য সবার জন্য একটা প্রাণী কিন্তু আমার চোখে ও আমার পরিবারের একজন সদস্য।

সর্বোপরি, বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়গুলো আপনি পোষা বিড়ালের সঙ্গে কাটাতে পারেন, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। তাই যারা প্রাণী পুষতে পছন্দ করেন, তারা কুকুরের পরিবর্তে বিড়াল পুষতে পারেন। এটা একদিকে যেমন আপনাকে উপকৃত করবে, অন্যদিকে কারও কোনো ক্ষতিও করবে না।

Read Entire Article