ওষুধ শিল্প নেতাদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

1 month ago 11

দেশের ওষুধ শিল্প সমিতির শীর্ষ নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, মহাসচিব ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক প্রতিমন্ত্রী ও একমি ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সিনহা।

বৈঠকে দেশের ওষুধ শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, নীতি নির্ধারণ, রপ্তানি সম্ভাবনা এবং সামগ্রিক অর্থনীতিতে এ খাতের অবদান বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেএইচ/এমআইএইচএস

Read Entire Article