ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ

2 weeks ago 16

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুদিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

ওসমানী বিমানবন্দরের কাস্টমস বিভাগের এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা আরেকটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি ২৪৮ ফ্রাইটের সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন জব্দ করে শুল্ক গোয়েন্দারা। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ

কাস্টমস বিভাগের এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ জানান, বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম।। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ২৮৩ গ্রাম। বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

আহমেদ জামিল/আরএইচ/এএসএম

Read Entire Article