ওয়ানডে সফরের দলে নেই সাকিব-শান্তরা

2 months ago 23

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেন পারভেজ হোসেন ইমন। তবে চোটে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়দের। আর ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। বরাবরের মতো জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের।

সোমবার (০২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্টের পর ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আসন্ন এই সিরিজে দলে ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, তানজীম হাসান সাকিব।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

Read Entire Article