চীনের কমিউনিস্ট পার্টি থেকে আমন্ত্রণ পায়নি জাতীয় নাগরিক কমিটি

3 hours ago 4
চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি জাতীয় নাগরিক কমিটি। একসঙ্গে এ ডেলিগেশনে কেউ অংশগ্রহণ ও কমিটির প্রতিনিধিত্ব করছেন না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে  জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে, জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এ ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না। জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় যে, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যেকোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
Read Entire Article