ওয়ানডেতে কোহলির নতুন ইতিহাস

1 week ago 13

সিডনির নরম বিকেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে যেন নিজের চিরচেনা ছন্দে ফিরলেন বিরাট কোহলি। আগের দুই ম্যাচে শূন্য রানে ফিরলেও তৃতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেই ইনিংসেই লিখলেন আরেক ইতিহাস—ওয়ানডে ক্রিকেটে এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে।

চাপটা ছিলই। সিরিজের প্রথম দুই ম্যাচে পরপর ‘ডাক’ পাওয়ার পর সমালোচনা উঠেছিল কোহলির ফর্ম নিয়ে। কিন্তু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেমে যেন একদম ভিন্ন রূপে হাজির হলেন ভারতীয় অধিনায়ক। টস জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ভারতীয় বোলাররা ৪৭তম ওভারে ২৩৬ রানে গুটিয়ে দেয়। লক্ষ্য তাড়া করতে নামার সময় ১১তম ওভারে শুভমান গিলের উইকেট হারানোর পর মাঠে নামেন কোহলি—তখন বোর্ডে ৬৯ রান।

প্রথম বলেই মিড-অনে ঠেলে এক রান নিয়ে নিজের ইনিংস শুরু করেন তিনি। তারপর ধীরে ধীরে খোলেন হাত, চালান স্ট্রাইক রোটেশন আর বাউন্ডারির ঝলক। সেটাই তো কোহলির পরিচিত ওয়ানডে ব্যাটিং—গঠনমূলক, মেপে খেলা, কিন্তু অটল দৃঢ়তায় ভরা।

৫৪ রানে পৌঁছানোর পরই আসল মুহূর্ত—সাঙ্গাকারাকে টপকে ইতিহাসের পাতায় নতুন জায়গা করে নিলেন তিনি। এখন ওয়ানডে ক্রিকেটে কেবল একজন ব্যাটারই কোহলির সামনে—শচীন টেন্ডুলকার।

খেলোয়াড় দল রান সেঞ্চুরি হাফসেঞ্চুরি গড়
শচীন টেন্ডুলকার ভারত ১৮,৪২৬ ৪৯ ৯৬ ৪৪.৮৩
বিরাট কোহলি ভারত ১৪,২৫৫* ৫১ ৭৫ ৫৭.৭১
কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ১৪,২৩৪ ২৫ ৯৩ ৪১.৯৮

শুধু রান নয়, গড়টাই বলে দেয় কোহলির ধারাবাহিকতার মাপ। শীর্ষ পাঁচ রানসংগ্রাহকের মধ্যে একমাত্র তিনিই যাঁর গড় ৫০-এর ওপরে। আর সেটাই তাঁকে বাকিদের থেকে আলাদা করে।

যদি ভারত ম্যাচটি জিতে যায়, তবে কোহলি আরেক অনন্য কীর্তিও গড়বেন—ওয়ানডে ক্রিকেটে সফল রানচেজে ৬০০০ রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ব্যাটার হবেন তিনি।

সিডনিতে এই ৫৪ রান হয়তো শতকের মতো মনে হবে না, কিন্তু ইতিহাসের পাতায় এটি অনেক বেশি মূল্যবান। টেন্ডুলকারের পর্বতের আরও কাছে এসে দাঁড়িয়েছেন আধুনিক যুগের ‘রানমেশিন’। আর কোহলি জানেন, এই পাহাড় জয় শুধু সময়ের অপেক্ষা।

Read Entire Article