ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটারের অবসর

2 weeks ago 6

নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ওপেনার। বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে মার্টিন গাপটিলের নামটি আলাদা করেই মনে রাখবেন কিউই ভক্তরা। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের (অপরাজিত ২৩৭) মালিক অবশেষে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

আজ বুধবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন গাপটিল। সবশেষ তিনি দেশের হয়ে খেলেছেন ২০২২ সালের অক্টোবরে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গাপটিলের। এক মাস পরই পা রাখেন টি-টোয়েন্টি ক্রিকেটেও। একই বছর টেস্ট অভিষেকও হয়ে যায় ডানহাতি এই ব্যাটারের।

বিধ্বংসী ব্যাটিং এবং দুর্দান্ত ধারাবাহিকতার জন্য তিন ফরম্যাটেই ভরসার আরেক নাম হয়ে উঠেন গাপটিল। নিউজিল্যান্ডের হয়ে সাড়ে তিনশরও বেশি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ক্যারিয়ারে ৪৭ টেস্টে ২৯.৩৮ গড়ে ২৫৮৬ রান করেছেন গাপটিল। তবে তার আলাদা পরিচিতি হয়েছে সীমিত ওভারের ফরম্যাট দিয়েই। ১৯৮ ওয়ানডেতে ১৮ সেঞ্চুরিসহ ৪১.৭৩ গড়ে ৭৩৪৬ রান করেছেন গাপটিল।

এর মধ্যে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডে ইতিহাসেই কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের হয়ে ১২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল। ১৩৫.৭০ স্ট্রাইকরেট আর ৩১.৮১ গড়ে ৩৫৩১ রান করেছেন এই ওপেনার। টি-টোয়েন্টিতে আছে দুটি সেঞ্চুরিও।

এমএমআর/জিকেএস

Read Entire Article