ওয়ালিদ জামানের কবিতা: নতুন বছর

2 days ago 7

বছর শেষে উন্মাদনা
উৎসব এলো ঘরে
হরেক লোকের আনাগোনা
উষ্ণ কাপড় পরে।

আতশবাজি আর বাজনা
পাড়ার মোড়ে মোড়ে
নিষেধ বারণ কেউ মানে না
উপচে পড়া ভিড়ে।

তাদের খবর কেউ নিলো না
যারা অন্ধকারে
গরম কাপড় তাই পেলো না
ডিসেম্বরের পরে।

এমন করেই দুইটি শ্রেণির
বছর আসে ঘুরে
কেই সুখেতে বাজি ফোটায়
কেউবা অনাহারে!

এসইউ/এমএস

Read Entire Article