সব জমানো অভিযোগ একপাশে রেখে
খুব জমানো অভিমানে শত রাত্রি জেগে
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনার মুখে তখন দেখি আর্তনাদে হাসি!
এই তো সবে বৃষ্টি শেষে শীতের হলো শুরু
তাই তো কাতর শোকে পাথর হলো বৃক্ষতরু
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনার চোখে এখন দেখি অগাধ জলরাশি!
কেমন যেন সকাল কাটে কুয়াশার চাঁদর গায়ে
তুলে রাখা মলিন নূপুর আর বাজে না পায়ে
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনি বলেন স্বপ্নগুলো জমাই দিবানিশি!
দুঃখ বুঝি শীতের মতো পাথর করে রাখেন
বৃষ্টি এলে সে পাথরে জল জ্যোৎস্না মাখেন
সুধাই যখন কেমন আছেন বৃষ্টি বিলাসী?
আপনি বলেন আমি শুধু দহন ভালোবাসি!
এসইউ/এমএস