মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা

2 hours ago 4

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিমুখে যাছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হোন।

মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা

এ সময় আন্দোলনকারীরা জানান, আমাদের কারওয়ানবাজার অবস্থান করতে দেওয়া হয়নি। তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবো। সেখানে ফের দাবিগুলো উপস্থাপন করব।

এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা

এর আগে সকাল ৯টা থেকে ৪ দাবি নিয়ে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর বেলা ১১টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এরপর ওই এলাকা ছাড়তে বাধ্য হোন তারা।

আরএএস/জেএইচ/এমএস

Read Entire Article