ওয়াশিংটন ডিসিতে ১৬ বছর পর ঘটে যাওয়া সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনায় ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। পোটোম্যাক নদীতে যাত্রীবাহী উড়োজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ব্ল্যাকবক্স পাওয়া গেলেও আরও কিছু তথ্য যাচাই করতে হবে। দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, এ দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে ঘটেছে। তিনি অভিযোগ করেছেন, পূর্ববর্তী সরকারগুলোর উদ্যোগের কারণে নিরাপত্তা ব্যবস্থার মান কমেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাননি।
এই দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ৬৪ জন এবং হেলিকপ্টারে তিনজন ছিলেন আরোহী ছিলেন। কর্মকর্তাদের ধারণা, তাদের কেউই বেঁচে নেই।