ওয়েস্ট ইন্ডিজের স্লেজিং, মারকুটে ব্যাটিংয়ে জবাব বাংলাদেশের

3 weeks ago 21

স্লেজিং সবার জন্য নয়, সব জায়গায় উপযুক্তও নয়। জ্যামাইকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেটি আরও একবার বুঝলো ওয়েস্ট ইন্ডিজ। স্লেজিং করে বাংলাদেশী ব্যাটারদের হাতে মার খেয়েছে ক্যারিবীয় বোলাররা। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।

এই ইনিংস ব্যাট করতে নেমে টাইগাররা খেলেছে মাত্র ৪১.৪ ওভার। অর্থাৎ অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছে শাহাদাত হোসেন দিপু ও মেহেদী হাসান মিরাজরা।

বাংলাদেশের লিড এখন ২১১ রানের। উইকেটে আছেন জাকের আলী অনিক (২৯) ও তাইজুল ইসলাম (৯)।

কিংসটনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে অলআউট করেছে বাংলাদেশের বোলাররা। এতে ১৮ রানের লিডও পেয়ে যায় টাইগাররা। যে লিড ছিল সফরকারীদের জন্য অনেকটা স্বপ্নের মতো। টাইগারদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কারিগর হলেন নাহিদ রানা। জ্যামাইকায় গতির ঝড় তুলে একাই তুলে নেন ৫ উইকেট।

টেস্ট এই প্রথম ফাইফার পূর্ণ করেন রানা। এজন্য ডানহাতি এই পেসারকে খরচা করতে হয়েছে ৬১ রান।


বিস্তারিত আসছে...

এমএইচ/এমএস

Read Entire Article