কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

2 hours ago 1

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। 

পরে আরও ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে সরকারি বিভিন্ন বড় প্রকল্প নিয়ে দুর্বৃত্তায়ন হয়েছে। দুর্নীতি অনিয়ম হয়েছে। এসব অনিয়ম দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কোনো প্রকল্পে দুর্নীতি অনিয়ম হলে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে প্রায় শেষ হয়ে আসা প্রকল্পগুলো চূড়ান্তভাবে সম্পন্ন করা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী করে গড়ে তোলা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন তিনি। পরে নির্মাণাধীন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা।

এ সময় তিনি ভবনের অ্যারাইভাল হল এলাকা, চেক ইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন এলাকাসহ নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে যান।

টার্মিনাল ভবন পরিদর্শন শেষে দুপুর পৌনে ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, সম্প্রসারিত রানওয়েতে ভবিষ্যতে এখানে বড় বড় বিমান অবতরণ করবে। ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এজন্য বিমানবন্দরের জমিতে অবৈধভাবে বসবাসরত লোকজন ও সচেতন জনসাধারণকে চলমান উন্নয়ন কাজে সহযোগিতারও আহ্বান জানান উপদেষ্টা।

প্রসঙ্গত, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল ভবন।

Read Entire Article