মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হলো ইউরোপের সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের লিগপর্বের ড্র। এবারের আসরে আগের বছরের মতো মোট ৩৬টি দল অংশ নিচ্ছে। ড্র অনুষ্ঠানে দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়, এবং প্রতিটি দলের আটটি প্রতিপক্ষ নির্ধারণ করা হয়।
প্রথম পটে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। ড্র-এর শুরুতেই বায়ার্ন মিউনিখকে তাদের আট প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়—চেলসি, পিএসজি, ক্লাব ব্রুগ, আর্সেনাল, স্পোর্টিং সিপি, পিএসভি, ইউনিয়ন সেন্ট জি এবং পাফোস।
এরপর চেলসির প্রতিপক্ষ নির্ধারণ করা হয়, যেখানে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আটালান্টা, আয়াক্স, নাপোলি, পাফোস এবং কারাবাগ রয়েছে। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকোস, মোনাকো এবং কাইরাত আলমাতির বিপক্ষে খেলবে। ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ হোমে হবে, তবে লিভারপুলের বিপক্ষে খেলতে হবে অ্যানফিল্ডে।
ইন্টার মিলানকে লিভারপুল, ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাহা, আয়াক্স, কাইরাত আলমাটি এবং ইউনিয়ন সেন্টের সঙ্গে খেলতে হবে। বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, ভিয়ারিয়াল, জুভেন্টাস, বোদো/গ্লিমট, টটেনহ্যাম, অ্যাথলেটিক বিলবাও এবং কোপেনহ্যাগেন। লিভারপুলের আট প্রতিপক্ষ হলো রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্সেই, কারাবাগ এবং গ্যালাতাসারে।
বার্সেলোনা ও পিএসজি লিগপর্বেই মুখোমুখি হবে। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা পিএসজি ছাড়াও চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কোপেনহ্যাগেন এবং নিউক্যাসলের সঙ্গে খেলবে। প্যারিস সেন্ট জার্মেই তাদের প্রতিপক্ষ হিসেবে বার্সা, বায়ার্ন মিউনিখ, আটালান্টা, লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং, নিউক্যাসল এবং বিলবাওকে পেয়েছে।
ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হলো ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোদো/গ্লিমট, গ্যালাতাসারে এবং মোনাকো। এবারের লিগপর্বে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো একে অপরের সঙ্গে মাঠে নামার সুযোগ পাবে, যা ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনা বয়ে আনবে।