সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের মমতাময়ী মা হাফিজা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটবাড়ি পুলিশ সুপারের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণীজন রেখে গেছেন।
হাফিজা বেগমের মৃত্যুতে সাতক্ষীরার প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সকল সদস্য তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।